বলিউডের নারী সুপারস্টার শ্রীদেবীকে সম্মান জানাতে বুধবার তার মোমের মূর্তির উদ্বোধন হয়ে গেল সিঙ্গাপুরের মাদাম তুসো যাদুঘরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর, দুই মেয়ে জাহ্নবী ও খুশি। শ্রীদেবীর মোমের মূর্তি উদ্বোধনের কথা মঙ্গলবার টুইট করে জানান বনি কাপুর। তিনি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, শুধু আমাদের হৃদয়ে নয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যুর দ্বিতীয় বছর পূর্ণ হবে।
Read More News
লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন শ্রীদেবী। শ্রীদেবী ১৯৮০ ও ১৯৯০-এর দশকের ভারতের বিনোদন শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নারী ছিলেন এবং তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। বিনোদন শিল্পে তার অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।
শ্রীদেবী ২০১৮ সালের ২৪ শে ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটাবের পানিতে পড়ে দম আটকে মারা যান।
CoinWan Latest Banlga Newspaper