দীপিকা পাডুকোন গণেশ বিসর্জনের ঠিক আগের দিন মুম্বইয়ের লালবাউগচা রাজার পুজোয় গেলেন। সেখানে গিয়ে প্রার্থনা করলেন দীপিকা।
Read More News
সোনালি রঙের সিল্কের শাড়িতে পারফেক্ট ট্র্যাডিশনাল লুকে মণ্ডপে হাজির হয়েছিলেন তিনি। জনতার ব্যাপক ভিড় কাটিয়ে তিনি এগিয়ে গেলেন দর্শনের জন্যে। এদিন দীপিকাকে সঙ্গ দিতে লালবাউগচা রাজার পুজোয় উপস্থিত ছিলেন আম্বানিপুত্র অনন্ত আম্বানি।
CoinWan Latest Banlga Newspaper