জাহাজে একান্তে বসে সুস্মিতা সেন ও তাঁর বয়ফ্রেন্ড রোহমান শল। কালো রঙের বিকিনিতে মোহময়ী সুস্মিতা। গার্লফ্রেন্ডের সঙ্গে ম্যাচিং করে পরেছেন সাদা রঙের টাইট টি-শার্ট, চোখে রোদচশমা। তাঁদের শরীরী ভাষাই ইঙ্গিত দিচ্ছে দু’জনের সম্পর্কের রসায়ন। রবিবার ইনস্টাগ্রামে ভালবাসার মানুষটির সঙ্গে এমনই এক ছবি শেয়ার করেছেন সুস্মিতা।
Read More News
রোহমানকেও কমেন্ট করতে দেখা গিয়েছে সেই পোস্টে। তিনি লিখেছেন, ‘ব্লিস’ ফ্যানেরাও ফেটে পড়েছেন তারিফে। ‘কাপল গোল’ দিচ্ছেন তাঁরা, মেনে নিয়েছেন অনেকেই।
এমনিতে রোহমানকে নিয়ে কোনওদিনই বিশেষ লুকোছাপা করেননি সুস্মিতা। সম্পর্কের গোড়ার থেকেই তাঁকে নিয়ে ইনস্টাগ্রাম পোস্ট, সেলিব্রেশন সবই চলেছে পুরোদমে। সুস্মিতার বয়স ৪৩ আর রোহমানের ২৭, পনেরো বছর বয়সের ব্যবধান কোনও দিনই ইস্যু হয়ে দাঁড়ায়নি ওই কাপলের মাঝে বরং যত দিন যাচ্ছে তাঁদের কেমিস্ট্রি মুগ্ধ করছে নেটিজেনদের।
বিভিন্ন সূত্র বলছে, খুব তাড়াতাড়ি বলিউডে কাম ব্যাক করতে চলছেন বি-টাউনের ‘দিলবার গার্ল’।
CoinWan Latest Banlga Newspaper