গত বছরের অক্টোবরে আফগান কন্যা ওয়ারিনা হুসাইনের অভিষেক হয় সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে ‘লাভ ইয়াত্রী’ সিনেমায়। এবার এই বলিউড তারকা ঢাকায় আসছেন।
রাজধানীর গুলশান এলকায় ১৩৮ নাম্বার রাস্তার ল্যান্ডমার্ক অ্যাবাকাস রেস্তঁরায় আগামীকাল বিকেল ৫টায় প্রথমবারের মত উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্যাফে ‘চকলেট রুম’। এ অনুষ্ঠানের উদ্বোধনীতে আসবেন বলিউড তারকা ওয়ারিনা হুসাইন।
Read More News
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চকলেট রুম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামীর হোসাইন, সিএমডি চকলেট রুম ইন্টারন্যাশনাল এবং কো-ফাউন্ডার লিনগামালু চাইতান্না কুমার এবং চকলেট রুম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পরিচালক ইয়াজু ভাগেলা।
উল্লেখ্য, মডেলিং দিয়ে কাজ শুরু করা ওয়ারিনার জন্ম আফগানিস্তানের কাবুলে। সিনেমা ও বিভিন্ন বিজ্ঞাপনে অডিশন দেবার পর ‘লাভ ইয়াত্রী’ ছবিতে কাজের সুযোগ হয় তার।