মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতরা পিছু হটলে এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে পুলিশ এখনও তার নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
Read More News
CoinWan Latest Banlga Newspaper