একসপ্তাহ আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার সিনেমা দ্য স্কাই ইজ পিঙ্ক। মুক্তি নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। তিনি রয়েছেন লস অ্যাঞ্জেলসে। তবে সেখানে নিকের সঙ্গে নয়, কিংবা কোনও ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গেও নয়। বোনঝি স্কাই কৃষ্ণার সঙ্গে পুল টাইম কাটাচ্ছেন তিনি। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে দিব্যা জ্যোতির মেয়ের সঙ্গে পুলে জলকেলিতে ব্যস্ত তিনি। সানগ্লাস আর বিকিনিতে পুলে উষ্ণতা ছড়াতে ব্যস্ত পিগি চপস।
Read More News
পুচকেটির পরনে ছিল নীল রঙের স্যুইম স্যুট। দুজনকেই ভারি মিষ্টি দেখাচ্ছিল। সেই ভিডিয়ো শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন ‘আমরা দুজনেই খুব কিউট’। সেইসঙ্গে বোনকে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন কৃষ্ণার সঙ্গে সময় কাটালে তিনি প্রচুর পজেটিভ এনার্জি পান। তাই সময় পেলেই মেতে ওঠেন বোনঝির সঙ্গে খেলায়।