সোমবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’। সেখানে ‘মেঘকন্যা’ ছবিতে প্লেব্যাকের জন্য কোনাল সেরা গায়িকা নির্বাচিত হন। তার সঙ্গে যৌথভাবে ‘চিটাগাইঙ্গ্যা পোয়া নোয়াখাইল্লাহ মাইয়া’ ছবিতে প্লেব্যাকের জন্য সম্মাননা পান ঐশী। দুই বাংলার কাঙ্ক্ষিত এই পুরস্কারটি হাতে পেয়ে কোনাল উৎসর্গ করছেন প্রয়াত কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুকে।
Read More News
ভারতের জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের জয়া আহসান পুরস্কার পেয়েছেন। আর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাকিব খান ও ভারতের জিৎ।
এক নজরে পুরস্কার :
সেরা চলচ্চিত্র- বাংলাদেশের ‘দেবী’ ও ভারতের ‘নগর কীর্তন’।
জনপ্রিয় চলচ্চিত্র- বাংলাদেশের পাসওয়ার্ড ও ভারতের বোমকেশ গোত্র।
জনপ্রিয় নায়িকা- ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের জয়া আহসান।
সেরা প্রধান চরিত্র- অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান ও ভারতের পাওলি দাম।
সিনেমার প্রধান চরিত্র- সেরা অভিনেতা হয়েছেন বাংলাদেশের সিয়াম ও ভারতের প্রসেনজিৎ। পপুলার অ্যাকটর অব দ্য ইয়ার- বাংলাদেশের শাকিব খান ও ভারতের জিৎ।
শ্রেষ্ঠ পরিচালক- বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ ও ভারতের সৃজিত মুখার্জি।
সেরা স্ক্রিপ্ট রাইটার- বাংলাদেশের ফেরারী ফরহাদ ও ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়।
সেরা সিনেমাটোগ্রাফার- বাংলাদেশের কামরুল হাসান খসরু ও ভারতের সৃজিত মুখার্জি।
ভিডিও এডিটর- বাংলাদেশের তৌহিদ হোসেন চৌধুরী ও ভারতের সংলাপ ভৌমিক।
সেরা মিউজিক ডিরেক্টর- বাংলাদেশের হৃদয় খান ও ভারতের বিক্রম ঘোষ।
সেরা প্লে-ব্যাক গায়ক (পুরুষ)- ইমরান ও ভারতের অনির্বান ভট্টাচার্য।
সেরা প্লেব্যাক গায়িকা- বাংলাদেশের যৌথভাবে সোমনুর মনির কোনাল ও ফাতেমাতুজ জোহরা ঐশী ও ভারতের নিকিতা নন্দী।
সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা- বাংলাদেশের ইমন ও ভারতের অর্জুন চক্রবর্তী।
সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী- বাংলাদেশের জাকিয়া বারী মম ও ভারতে সুদীপ্তা চক্রবর্তী।
বিশেষ জুরি অ্যাওয়ার্ড- বাংলাদেশের তাসকিন রহমান ও বিদ্যা সিনহা মীম এবং ভারতের রুদ্র নীল রায় ঘোষ ও আবীর চ্যাটার্জি ও নবনী।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ভারতের জি-বাংলা ও বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।
 CoinWan Latest Banlga Newspaper
CoinWan Latest Banlga Newspaper