মুক্তি পেয়েছে ভূমি পেডনেকর অভিনীত ‘ষাঁড় কি আঁখ’। তাঁর সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন তাপসী পান্নু।
ভারতের হরিয়ানার দুই তীক্ষ্ণ শ্যুটার চন্দ্র ও প্রকাশী তোমর। অবহেলিত সমাজ থেকে উঠে এসে দেশের জন্য পদক জয় করে আনেন তারা। তাদের বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে আলোচিত সিনেমা ‘ষাঁড় কি আঁখ’। চরিত্র দু’টিতে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর ও তাপসী পান্নু।
Read More News
এর পরেই ভূমিকার হাতে রয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে রোম্যান্টিক কমেডি ‘পতি-পত্নি অউর ওহ’, আয়ুষ্মান খুরানার সঙ্গে ছবি ‘বালা’। কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছে ভূমি কাজ করার প্রস্তাব পেয়েছেন তেলুগু ছবি ‘ভাগামাথিয়া’-র হিন্দি রিমেকে।
CoinWan Latest Banlga Newspaper