চলতি বছরের মে মাসে ভারতে মুক্তি পায় জয়া আহসান অভিনীত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আলোচিত ছবি ‘কণ্ঠ’। মুক্তির এগারো দিনেই ছবিটি আয় করে ২ কোটি রুপির বেশি। পশ্চিম বঙ্গে এখনো একাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। শুধু তাই নয়, মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ‘কণ্ঠ’। ভারতের আলোচিত এই বাংলা ছবিটি এবার দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের দর্শকদের।
Read More News
শিগগির বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান, পাওলি দাম অভিনীত ছবি ‘কণ্ঠ’। সাফটা চুক্তির ভিত্তিতে আগামী মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। বাংলাদেশে ছবিটির পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম।
CoinWan Latest Banlga Newspaper