জীবনে প্রথম বার মিউজিক ভিডিয়ো করলেন অক্ষয় কুমার। শনিবার মুক্তি পেল সেই মিউডিজ ভিডিয়ো। অক্ষয়ের সঙ্গে রোম্যান্টিক এই গানে জুটি বেঁধেছেন বলিউডের নায়িকা কৃতী শ্যাননের বোন নুপূর। গানটির নাম ‘ফিলহাল’। গেয়েছেন পাঞ্জাবি গায়ক বি প্র্যাংক ও লিখেছেন জানি। গানের গল্প একটি দুঃখের প্রেমকাহিনি।
ইনস্টাগ্রামে অক্ষয় শেয়ার করেছেন গানের ভিডিয়ো। ক্যাপশনে লিখেছেন, অনেকেই আজকাল বলেন গানের মেলোডি কমে গিয়েছে। আশা করি ফিলহাল তাঁদের ভালো লাগবে।
Read More News
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার একজন ডাক্তার। তাঁর প্রাক্তন প্রেমিকা নুপূর দুর্ঘটনায় শিকার হয়ে তাঁরই হাসপাতালে ভরতি হয়েছেন। সেখানে অক্ষয়কেই অপারেশন করতে হচ্ছে তাঁর। আর সেই সঙ্গেই মনে পড়ছে পুরনো দিনের কথা।
গানটি দেখে অনেকেই বলছেন, ভিডিয়োটিকে অক্ষয় ও ক্যাটরিনার ছবির রোম্যান্স ফিরে এসেছে। সে কারণে সূর্যবংশী ছবি শ্যুটিং সেট থেকে একটি বিশেষ ভিডিয়ো করেও অক্ষয় শেয়ার করেছেন সেটি।
CoinWan Latest Banlga Newspaper