বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের কোলে শিশুটি কে এ নিয়ে নানাজন নানা মত দিয়েছেন। ছবিটি ভাইরাল হয়েছে।
অমিতাভ জানান, তার কোলে রয়েছে ছোট্ট কারিনা কাপুর খান। ছবিতে দেখা যায়, বেশ কয়েকজন শিশুর সঙ্গে অমিতাভ বচ্চন দাঁড়িয়ে। কারিনা কাপুর তার কোলে। অমিতাভের পাশে দাঁড়িয়ে আরও বেশ কয়েকজন শিশু।
ভারতীয় গণমাধ্যমের খবর, বচ্চন পরিবারের সঙ্গে কাপুরদের সম্পর্ক অনেক পুরোনো। কিন্তু কারিশমা কাপুরের সঙ্গে অভিষেক বচ্চনের বিয়ে ভাঙার পর সম্পর্কে টান পড়ে। ববিতা কাপুরের জন্যই নাকি শেষ পর্যন্ত কারিশমার সঙ্গে অভিষেকের বিয়ে ভেঙে যায়।
Read More News
এদিকে বর্তমানে আবারও কারিশমার সঙ্গে অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনের বন্ধুত্ব গড়ে উঠেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিষেকের সঙ্গে এক ছাদের নীচে কারিশমাও দেখা যায়। তাদের একসঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল হয়েছিল।
CoinWan Latest Banlga Newspaper