লবণের মূল্য বৃদ্ধি ও গুজব ঠেকাতে পুলিশকে মাঠে নামার নির্দেশ

লবণ নিয়ে যাতে কেউ কারসাজি করতে না পারে সে জন্য ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারা দেশের পুলিশ সদস্যদের মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দফতর ও ডিএমপি থেকে এ নির্দেশনা দেয়া হয়। লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর পরই এ নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

এদিকে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ বলেছেন, দেশে লবণের কোনো অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে লবণ মজুদ রয়েছে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। একটি শ্রেণী লবণ নিয়ে কারসাজি করছে।
Read More News

মন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি এখানে একটি চক্রান্ত চলছে। আমি প্রত্যেক জেলার মিলারদের বলেছি যেন কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়। লবণের কোনো ঘাটতি নেই। এখানে কারসাজি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *