বাংলাদেশ নারী ক্রিকেট দল নেপালকে উড়িয়ে সাউথ এশিয়ান গেমসে সোনার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল। বুধবার টি-টুয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে নেপালকে ১০ উইকেটে হারায় টিম টাইগ্রেসরা। মঙ্গলবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জেতে তারা।
নেপালের পোখারায় টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। জাহানারা-রাবেয়াদের বোলিং তোপে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায় নেপাল।
Read More News
চার ওভারে দুই মেডেনসহ ৮ রান খরচ করে ৪ উইকেট নেন রাবেয়া খান। আর তিন ওভার বল করে এক মেডেনসহ মাত্র দুই রানে দুই উইকেট নেন জাহানারা আলম। এছাড়া সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।
প্রথমে নেপালের দুই ওপেনারকে তুলে নিয়ে পথ দেখান জাহানারা। পরে তাকে অনুসরণ করে বাবেয়াসহ অন্যরা। নেপালের পাঁচজন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। মাত্র তিনজন ছুঁয়েছেন দুই অঙ্ক। সর্বোচ্চ স্কোর ১৩।
ব্যাট করতে নেমে কোনো উইকেটই খোয়ায়নি বাংলাদেশ। মাত্র ৭.৪ ওভারে ৫১ রান তুলে নেন দুই ওপেনার। মুরশিদা খাতুন ২৪ বলে ২৩ এবং আয়শা রহমান ২২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।