রাজশাহীতে অব্যাহত আছে শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল বাতাস। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনভর থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। কনকনে শীতে ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। রাতে-দিনে শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে। আর শীতের পোশাকের অভাবে দুর্ভোগ বেড়েছে প্রান্তিক ও দুস্থ মানুষজনের।
Read More News
বুধবার (২৫ ডিসেম্বর) জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত আছে শীতের এ তীব্রতা। এ থেকে রক্ষা পেতে ফুটপাতে স্বল্পমূল্যের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সব ধরণের গরম কাপড়ই বিক্রি হচ্ছে কিন্তু কম্বল আর মাফলার বিক্রি হচ্ছে বেশি। দীর্ঘ সময় জুড়ে কনকনে ঠান্ডা থাকায় নগরীতে গত দু’বছরের চেয়ে গরম কাপড় বেচাকেনা দ্বিগুণ ছাড়িয়েছে বলে জানিয়েছেন ফুটপাত ব্যবসায়ীরা।
শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
CoinWan Latest Banlga Newspaper