বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। তার অভিনয় ও নাচে বার বার মুগ্ধ হয়েছেন দর্শক। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি, ঠিক তেমনি বিতর্কেও কম জড়াননি। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতাদের সঙ্গে জড়িয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এবার তিনি নতুন সিনেমায় কাজের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে আলোচনায় আসলেন।
Read More News
তরুণ নির্মাতা তাহিরা কাশ্যপ নির্মাণ করতে চলেছেন তার প্রথম চলচ্চিত্র ‘শর্মাজি কী বেটি’। এ ছবিতে অভিনয়ের জন্য মাধুরীর কাছে প্রস্তাব দেয়া হয়। কিন্তু সেই প্রস্তাবটি ফিরিয়ে দেন অভিনেত্রী। নির্মাতা জানিয়েছেন মোটা অঙ্কের টাকা দাবি করেছেন মাধুরী। কিন্তু প্রযোজকরা সেই টাকা দিতে নারাজ। তাই তার পরিবর্তে নতুন শিল্পী খোঁজা হচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper