নুসরাত জাহান শুধু নায়িকা নন, তিনি সংসদ সদস্য। তার মধ্যে কয়েক মাস হলো বিয়ে করেছেন। সুতরাং সংসার-রাজনীতি-অভিনয় নিয়ে খুব ব্যস্ত তিনি। তার চেহারার দীপ্তি কমেনি এতটুকু, বরং বেড়েই চলেছে। এবার লাল পোশাকে ভক্তদের নজর কেড়েছেন তিনি। সঙ্গে তার বুকের রহস্যময় ট্যাটু বেশ আলোচনার জন্ম দিয়েছে।
Read More News
সম্প্রতি হয়ে যাওয়া ‘কলাকার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই লাল গাউন পরে যান তিনি। ওই শোতে ‘ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন নুসরাত। সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও। ওই গাউন পরেই একটি ফটোশুট করেছেন তিনি, আর সেই ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। গৌরব গুপ্তার ডিজাইন করা গাউনটি অফ-সোল্ডার। ফটোশুটে তার বুকের বেশ কিছুটা অংশ অনাবৃত। আর বাঁদিকে একটি ট্যাটুর ঝলক দেখা যাচ্ছে। সবক’টি ছবিতেই সেই ট্যাটু দেখা গেলেও, তাতে ঠিক কী লেখা আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। অনেকেই ছবির কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, কী লেখা আছে ট্যাটুতে? কেউ বলছেন, ‘ভিক্টোরি’ লেখা আছে, আবার কেউ বলছেন মোটেই তা নয়। সব মিলিয়ে এই ট্যাটু নতুন জল্পনা তৈরি করেছে নুসরাতকে ঘিরে।
CoinWan Latest Banlga Newspaper