গাজীপুরে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মো. গিয়াস উদ্দিন (৬০)। শুক্রবার দিনগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে । তিনি নগরীর শরীফপুর সোন্ডা এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও শ্যালিকাকে আটক করেছে পুলিশ। তারা হলেন- নিহত গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তার (৪০)। নিহতের ছোট ভাই সাংবাদিকদের জানান,রাত সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, স্ত্রী সন্তান নিয়ে গিয়াস উদ্দিন শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি সোনালী ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ছিলেন। সম্প্রতি তিনি এলপিআর ছুটিতে ছিলেন। স্ত্রী ও ছেলের সঙ্গে টাকা পয়সা নিয়ে মতবিরোধ চলছিল। এর জের ধরে তিনি খুন হতে পারেন বলে তাদের ধারণা।
Read More News