মুক্তি পেল পরিচালক অনুভব সিনহার ‘থাপ্পড়’ ছবির ফার্স্ট লুক। পোস্টারে দেখা যাচ্ছে তাপসীর মুখ। তবে সেটির অভিব্যক্তি এমনই যেন খুব জোরে তাঁর মুখে আঘাত করা হয়েছে। সম্ভবত থাপ্পড় দেওয়া হয়েছে তাঁকে। ট্যুইটারে পোস্টার শেয়ার করে তাপসী লিখেছেন, ‘এটা কি এতই সহজ ব্যাপার? প্রেমে কি এটাও করা যায়?’
এর আগেও পরিচালক অনুভব সিনহার সঙ্গে কাজ করেছেন তাপসী। কোর্টরুম ড্রামা ‘মুলক’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। ‘থাপ্পড়’ ছবিতে তাপসীর বিপরীতে দেখা যাবে পাভেল গুলাটিকে। ছবির শ্যুটিং শেষ হয়েছে। একইসঙ্গে পোস্টারে লেখা রয়েছে ট্রেলার মুক্তির দিন শুক্রবার, ৩১ জানুয়ারি।
Read More News
এর আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ৬ মার্চ। সেই সময়ে একটি সাক্ষাত্কারে তাপসী জানিয়েছিলেন বিশ্ব নারী দিবসে এমন একটি ছবি মুক্তি পাক সেটাই চেয়েছিলেন তিনি। ছবিতে এক খুবই নরম মনের শান্ত স্বভাবের মেয়ের চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে। তবে ছবির মুক্তি এগিয়ে আনা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা নতুন ছবিটির।
CoinWan Latest Banlga Newspaper