অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ হলেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি।
সপ্তাহ খানেক ব্যবধানে শনিবার পরীক্ষার ফল বেরিয়েছে সানির। চেন্নাইয়ে দেয়া পরীক্ষায় পাস করতে পারেননি তিনি! অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এর আগে রবিবার (১৩ মার্চ) দুপুরে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা শেষ করে ধর্মশালায় দলের সাথে যোগ দেন সানি। তার বোলিং সত্যিকার অর্থেই ত্রুটিমুক্ত কী না সেটা জানার জন্য অপেক্ষা ছিল ক্রিকেট বিশ্বের।
Read More News
গত ৯ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। শুধু প্রশ্ন তুলেই তারা ক্ষান্ত হননি, বিষয়টি জানান ম্যাচ রেফারিকে আর ম্যাচ রেফারি জানায় আইসিসিকে।
CoinWan Latest Banlga Newspaper