রাজধানীর মিরপুরের টোলারবাগে করোনাভাইরাসে মারা যাওয়া বৃদ্ধের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন। সেই বৃদ্ধের মেয়ে ও জামাতা ছাড়াও বাসার কাজের মেয়ে রয়েছেন। ওই বাসার এই তিনজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
Read More News
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিরপুরের এক বাসিন্দা শনিবার মারা যান। তিনি যে বাসাটিতে থাকতেন, এরপর সেটি লকডাউন করা হয়।
এদিকে মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে দেশে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬। এ নিয়ে দেশে মোট ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার আইইডিসিআরের ব্রিফিংয়ে জানানো হয়, নতুন ৬ জনসহ দেশে করোনায় আক্রান্ত রোগী ৩৩ জন।
CoinWan Latest Banlga Newspaper