যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমিনা ইন্দ্রালিব তৃষা (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত তৃষা মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার শাসনগাঁও গ্রামের বোরহান হাওলাদারের স্ত্রী। তিনি নিউইয়র্কে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউর পাশে টিলারি পার্কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তৃষা। এক সপ্তাহ আগে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি জ্যামাইকা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার দেহে করোনাভাইরাস পাওয়া যায়। সোমবার বিকালে চিকিৎসকারা তাকে মৃত ঘোষণা করেন।
Read More News
তৃষার লাশ দেশে আনার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে নিউইয়র্কের লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল গ্রেভ ইয়ার্ডের বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper