আজ রাজধানীর প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। জরুরি সেবা ছাড়া যে কারো ঢাকায় প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সোমবার সকাল থেকেই চেকপোস্টগুলোতে পুলিশের কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। জরুরি খাদ্য, জ্বালানি ও ওষুধ সামগ্রীর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন রাজধানীতে প্রবেশ কিংবা ত্যাগ করতে দেয়া হচ্ছে না।
Read More News
একইসঙ্গে জনগণের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।
এ অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
তবে এমন নিষেধাজ্ঞার মাঝেই অনেককেই বাহিরে দেখা গেছে। তারা সাধারণত ব্যাংকিং এবং চিকিৎসার কাজে বাইরে বের হওয়ার কথা বলছেন। কিছু কিছু ক্ষেত্রে জরিমানা ও মামলার মতো শাস্তিমূলক ব্যবস্থারও নিচ্ছে পুলিশ।
CoinWan Latest Banlga Newspaper