বৃটেনের স্লো বোরো কাউন্সিলরের রিপ্রেজেন্টেটিভ ৩৯ বছর বয়সী শাবনাম সাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সম্প্রতি পাকিস্তান সফর করার সময় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে তিনি এক বিয়েতে অংশ নিতে এসেছিলেন।
Read More News
দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন শাবনাম। ২৪ দিন ভেন্টিলেটরে তার ফুসফুস চালু রাখা হয়েছে। গত সোমবার তিনি মারা যান।
২০০৬ সালের ২৬ জুন শাবনাম একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেন। এ ঘটনা তখন বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছিল। তিনি বার্কশায়ারের শিক্ষা ও শিশু বিষয়ক সংস্থার সদস্য ছিলেন।
তার মৃত্যুকে কষ্টদায়ক বলে জানিয়েছেন কাউন্সিল লিডার জেমস সুইন্ডলেহার্স্ট। তার কাউন্সিল ও শহরের জন্য এটি বড় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি। ফক্সবোরোর কাউন্সিলর মাধুরি বেদিও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি শাবনামের সন্তানদের ও স্বামীকে সমবেদনা জ্ঞাপন করেন। শাবনাম ছিলেন একজন তরুণ নারী যার কর্মস্পৃহা ছিল বিস্ময়কর।
CoinWan Latest Banlga Newspaper