সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার কাছে ডুবলো একটি বাংলাদেশি বার্জ। এম ভি প্রিয়াঙ্কা নামে বার্জটি বজবজ থেকে ফ্লাই আশ নিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছিল। তলদেশের সঙ্গে আঘাত লাগে আম্ফানে ভেঙে পড়া নামখানার ভেসেল জেটির একাংশের। হুড়মুড়িয়ে জল ঢুকতে থাকে বার্জে।
Read More News
নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নারায়ণপুর সেতুর নিচে এই ঘটনায় বিপর্যস্ত ১২ জন নাবিক জলে ঝাঁপ দিয়ে জীবন বাঁচান। ভারতীয় জলপুলিশ তাদের উদ্ধার করে, সবাই সুস্থ আছে। তাদের নিয়ে যাওয়া হয়েছে চন্দ্রপুরের কোয়ারেন্টিন সেন্টারে।
তবে, এম ভি প্রিয়াঙ্কাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভারতের জলসীমায় পরপর ফ্লাই আশ ভর্তি বাংলাদেশি বার্জ ডোবায় প্রশ্ন উঠে গেছে।
CoinWan Latest Banlga Newspaper