বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আগামী ৩১ মে রবিবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এক্ষেত্রে প্রতিটি স্টেশনে থাকবে জীবানুনাশকের ব্যবস্থা, ট্রেনগুলোতে জীবানুনাশক স্প্রে করা হবে বলে জানিয়েছে রেলওয়ে। ট্রেনে যাত্রী বসানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব নিশ্চিত করে, প্রতিটি ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে।
এছাড়া আন্তঃনগর ট্রেন সমূহের টিকিট বিক্রি হবে অনলাইনে। আসনের অর্ধেক টিকিট বিক্রি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ ৮টি রুট ছাড়া চলবে না ট্রেন। বিভিন্ন রুটে কমানো হবে ট্রেনের সংখ্যা। শুরুতে চলবে অল্প কিছু আন্তঃনগর ট্রেন।
Read More News
দীর্ঘদিন পড়ে থাকায় রেল লাইন বগি ও ইঞ্জিন ট্রেন চালানোর আগে ভালোভাবে পরীক্ষা নীরিক্ষার জন্য আরেকটু সময় দেয়া দরকার ছিলো বলে মন্তব্য করেন অনেক রেলকর্মকর্তা।
CoinWan Latest Banlga Newspaper