মাত্র ২৮-এ চলে গেলেন বলিউডের তরুণ কাস্টিং ডিরেক্টর কৃষ কাপুর। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় এই উঠতি কাস্টিং ডিরেক্টরের। ৩১ মার্চ মৃত্যু হয় বলিউডের এই তরুণ কাস্টিং ডিরেক্টরের। রিয়া চক্রবর্তী জেলেবি থেকে কৃতি খারবান্দা, পুলকিত সম্রাটের ভিরে কি ওয়েডিং বেশ কয়েকটি ছবিতে কাজ করেন কৃষ।
প্রথমে জানা যায়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কৃষ কাপুরের। পরে প্রয়াত কাস্টিং ডিরেক্টরের চাচা পিটিআইকে জানান, সড়ক দুর্ঘটনায় নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তাঁর ভাইপোর। মুম্বাইয়ের মীরা রোডের বাড়িতে আচমকাই অজ্ঞান হয়ে যান কৃষ। এরপরই তাঁর মৃত্যু হয়।
Read More News
তবে আগে থেকে অসুস্থ ছিলেন না কৃষ। এমনকী, তাঁর অসুস্থতার কোনও মেডিকেল হিস্ট্রিও নেই। ৩১ মার্চ আচমকাই কৃষ অজ্ঞান হয়ে যাওয়ার পরই তাঁর মৃত্যু হয়। কৃষের মৃত্যুতে শোক প্রকাশ করেন বি টাউনের সেলেবরা। সংগ্রাম সিং নিজের ট্যুইটার হ্যান্ডেলে কৃষের ছবি প্রকাশ করে শোক প্রকাশ করেন।
CoinWan Latest Banlga Newspaper