সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে তার স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে।
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে মোহাম্মদ নাসিমকে অস্ত্রোপচারের পর ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। আজ শুক্রবার ভোরে স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অস্ত্রোপচার করা হয়।
Read More News
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এর আগে সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।
CoinWan Latest Banlga Newspaper