জনপ্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত সপ্তাহে উপস্থাপক ফেরদৌস বাপ্পী করোনায় আক্রান্ত হন।
উপস্থাপক আনজাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেরদৌস বাপ্পী এখন রাজধানীর আজগর আলী হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। তার জন্য প্লাজমা প্রয়োজন। কেউ সহযোগিতা করতে চাইলে হাসপাতালে যোগাযোগ করতে পারেন। হাসপাতালের সিট নম্বর পিসিসি-৩।
Read More News
ফেরদৌস বাপ্পী বর্তমানে বাংলাভিশনের লাইভ অনুষ্ঠান ‘প্রিয়জন এই সময়ে’ উপস্থাপনা করছিলেন। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।
CoinWan Latest Banlga Newspaper