বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা রেডজোন হিসেবে লকডাউন কার্যকর করা হয়েছে। এর আগে ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে তিন রংয়ে ভাগ করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দেবে। বুধবার (১০ জুন) রাত ১২.০১ মিনিট থেকে এই লকডাউন কার্যকর করা হয়।
গত সপ্তাহে কক্সবাজারে এলাকাভিত্তিক লকডাউন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জনসংখ্যা এবং সংক্রমণের হার বিবেচনা করে বাংলাদেশকে রেড, ইয়োলো এবং গ্রিন জোনে ভাগ করার পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সম্মতির পর তা এখন চূড়ান্ত করা হচ্ছে। রাজধানী ঢাকায় প্রতি এক লাখ মানুষের ৩০ কিংবা ৪০ জনের বেশি আক্রান্ত এমন এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড বা লাল জোনে চিহ্নিত করে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হবে বলে জানানো হয়।
Read More News
আরো জানানো হয়, ৩ থেকে ২৯ কিংবা ৩৯ জন আক্রান্ত এলাকাকে বিবেচনা করা হবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ইয়েলো বা হলুদ জোন। বাকি এলাকাগুলো চিহ্নিত হবে গ্রিন বা সবুজ জোন হিসেবে। প্রতিটি জোনের জন্য থাকছে আলাদা আলাদা নির্দেশনাবলী। সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মেনে চলতে হবে তা।
CoinWan Latest Banlga Newspaper