বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বলিউড অঙ্গনে বেশ বড় ধরনের ঝড় বইয়ে দিয়েছে। তুমুল প্রতিভাবান এই অভিনেতা কী কারণে এমন চরম পদক্ষেপ বেছে নিলেন, তার কারণ অনুসন্ধান করছে পুলিশ। এবার পত্রপত্রিকার খবর, ভারতের বিহার আদালতে সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামে মামলা করা হয়েছে।
ভারতের বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, বিহারের পাটনা থেকেই বি-টাউনে উঠে এসেছিলেন সুশান্ত। মামলায় সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
বিহারের মুজাফফরপুরের পাতাহিনিবাসী কুন্দন কুমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের আদালতে ওই মামলা দায়ের করেন। ২৪ জুন মামলার শুনানি ধার্য হয়েছে। বার্তা সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ার বিরুদ্ধে সুশান্তকে অর্থ ও মানসিক অত্যাচার করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ সম্পর্কে কুন্দনের নিযুক্ত আইনজীবী কমলেশ গণমাধ্যমকে বলেন, ‘আমার মক্কেল রাজপুতের অনেক বড় ভক্ত এবং তাঁর আত্মহননের ঘটনায় তিনি বেশ বিপর্যস্ত। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ও ৪২০ ধারায় তিনি ওই মামলা দায়ের করেন।
Read More News
সুশান্তের সঙ্গে রিয়ার বেশ ঘনিষ্ঠতা ছিল বিধায় মুম্বাই পুলিশ তাঁকে প্রায় নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এই বছরের শেষের দিকে সুশান্ত-রিয়া বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছিলেন বলেও পত্রপত্রিকার খবর। এই কথিত যুগল নিজেদের বসবাসের বাসাও খুঁজছিলেন।
রিয়া ছাড়াও মুম্বাই পুলিশ চলচ্চিত্র নির্মাতা মুকেশ ছাবড়া, সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানির বয়ান রেকর্ড করেছে। সুশান্তের জীবনের শেষ কয়েক সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
CoinWan Latest Banlga Newspaper