জাল ভোট দেয়াকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারের কুরইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুমুল সংঘর্ষ হয়েছে। অন্যদিকে মোহনপুর বৈষারপুর কেন্দ্রের ৪ নং বুথে মেম্বারের ব্যালট পেপার দেয়া হলেও চেযারম্যান পদের ব্যালট দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির প্রাথী সহিদুল ইসলাম মাস্টার।
সকালে পৌনে ১০টা নাগাদ কুরইন প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে ঢুকে একদল যুবক মহিলা বুথে জাল ভোট দিতে যায়। তখন একজন মহিলা এজেন্ট তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। যা প্রায় ২৫ মিনিট চলে। পরে পুলিশ লাঠি চার্জ করে নিয়ন্ত্রনে আনে।
অন্যদিকে বৈষারপুরের ৪ নং কেন্দ্রে ভোটারদের চেয়ারম্যান পদের ব্যালট দেয়া হয়নি। তাদের নিকট থেকে পেপার রেখে দেয়া হয়। পরে বিএনপির প্রাথী সেখানে হাজির হয়ে প্রতিবাদ জানান। আর হাজেরা নামে একজন ভোটার জানান, তাকে শুধু মেম্বারের পেপার দেয়া হয়। সে চাইলে বলা হয় তারা ভোট দিয়ে দেবে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper