ব্রাসেলসে একাধিক বিস্ফোরণের পর ইউরোপজুড়ে অন্যান্য দেশগুলোও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফ্রান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ১,৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, এই হামলা থেকে এটা বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়ানো কতোটা জরুরি।
জার্মানি এবং হল্যান্ড তাদের সীমান্তে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে।
ব্রিটেনে সন্ত্রাসবাদ-বিরোধী পুলিশ বিভাগের কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবে বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে।
গত নভেম্বর মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে ব্রাসেলসে আটকের চারদিন পর ব্রাসেলসের একটি বিমানবন্দর ও পাতাল রেলে এই হামলা চালানো হয় যাতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
ব্রাসেলসে হামলার পরপরই ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তার মন্ত্রীদের সাথে জরুরি বৈঠক করেছেন।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, সন্ত্রাসীরা আবারও তাদের ঘৃণা আর সহিংসতা দেখিয়েছে।
আর ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেছেন, ইউরোপের জন্যে আজ অত্যন্ত দুঃখের একটি দিন।
Read More News
CoinWan Latest Banlga Newspaper