অলরাউন্ডার সাকিব আল হাসান এখন চাল-ডালের পাইকারি আড়তদার। চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতা উপর দু’হাত রেখে কিছু লিখবেন। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। তার দুই হাতের আঙ্গুলে বেশক’টি আংটি দেখা যাচ্ছে এবং এক হাতে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, চাল-ডালের দোকানের আড়তদার তিনি।
Read More News
এমনই একটি ছবি আজ নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিব। ছবিতে কোন ক্যাপশন দেননি তিনি। তবে ছবির ক্যাপশনে ইমোজি দিয়েছেন সাকিব। খুশীর ইমোজি। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি কিসের। তবে ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো কোন বিজ্ঞাপনের শুটিং-এ ছবি হবে। হয়তো ভবিষ্যতে জানা যাবে।
আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেটে ফেরার জন্য বিকেএসপিএতে ব্যক্তিগত অনুশীলন করছেন সাকিব।
CoinWan Latest Banlga Newspaper