আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছরের দণ্ডের মামলা পুনরায় হাইকোর্টে আপিল শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করতে উপস্থাপন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Read More News
নিম্ন আদালত থেকে মামলার নথি পৌঁছালেই আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছরের কারাদণ্ডের মামলা পুনরায় হাইকোর্টে আপিল শুনানির দিন নির্ধারণ করা হবে।
আজ মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এদিন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান। এ ছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির। এর আগে গত ৯ নভেম্বর হাজী সেলিমের মামলাটি হাইকোর্ট দ্রুত শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করতে উপস্থাপন করা হয়।
২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
২০০৯ সালের ২৫ অক্টোবর হাজি সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তাঁর সাজা বাতিল করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।
আজ দুদক হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা সেই আপিলটি শুনানির জন্য আবেদন করেন।
CoinWan Latest Banlga Newspaper