ভারতীয় পত্রপত্রিকার খবর, সাইফ আলি খান ও রানি মুখার্জি অভিনীত ‘বান্টি অউর বাবলি টু’ মুক্তি পেতে পারে আসছে ক্রিসমাসের দিন। যশরাজ ফিল্মস চাইছে না তাদের সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাক। ভারত সরকার সবুজ সংকেত দিলে খোলা হতে পারে প্রেক্ষাগৃহ। আর তবেই বলিউড ফিরতে পারবে ব্যবসায়।
Read More News
একটি সূত্র মিড ডে-কে জানিয়েছে, বড় পরিসরে ভারতে প্রেক্ষাগৃহ খোলার জোর সম্ভাবনা। আর নির্মাতারা সিনেমা মুক্তি দেওয়ার জন্য মুখিয়ে আছেন। রণবীর সিংয়ের ‘৮৩’ সিনেমাটির মুক্তির দিন পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে। তাই আসছে বড়দিনে মুক্তি পেতে পারে ‘বান্টি অউর বাবলি টু’। আসছে সপ্তাহে যশরাজ ফিল্মস থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
‘বান্টি অউর বাবলি টু’ পরিচালনা করেছেন বরুণ বি শর্মা। সাইফ-রানি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চুতর্বেদী ও শর্বরী।
https://www.instagram.com/p/CFBt32gja9a/?utm_source=ig_embed
CoinWan Latest Banlga Newspaper