সুরকার নকীব খান করোনায় আক্রান্ত হয়েছেন। ব্যান্ড রেনেসাঁর অন্যতম একজন সদস্য তিনি।
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নকীব খান। পরে তার করোনা টেস্ট করা হয়। বৃহস্পতিবার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। রয়েছেন আইসোলেশনে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
Read More News
দেশের কিংবদন্তি ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নকীব খান। একজন সুরকার, গীতিকার ও গায়ক হিসেবেও পরিচিত তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি গানগুলো।
নকিব খান ১৯৫৩ সালের ১৮ মার্চ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম আইয়ুব খান। তিন ভাইয়ের সবাই ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত। বড় ভাই একসময়ের সংগীত জগতের খুব চেনা মানুষ সুরকার ও গীতিকার জালাল উদ্দিন খান জিল্লু এবং ছোট ভাই শাহবাজ খান পিলু’ও ড্রামার, ভোকালিস্ট ও গীতিকার।
CoinWan Latest Banlga Newspaper