ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাবেক পরিচালক আলমগীর হোসেন ইন্তেকাল করেন। আজ সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে উনাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হলে করোনা পজিটিভ পাওয়া যায়। আজ সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর আরেকবার হার্ট অ্যাটাক হয়। এরপর রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন।
Read More News
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আলমগীর হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনে (ডিইউএমসিজেএএ) দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper