চয়নিকা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘বিশ্বসুন্দরী’ মুক্তির দিন-ক্ষণ। সবকিছু ঠিক থাকলে আসছে ১১ ডিসেম্বর মুক্তি পাবে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ সিনেমা।
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার প্রথম সন্তানের জন্ম হচ্ছে। একজন মায়ের যে অনুভূতি হয়, আমার সেই অনুভূতি হচ্ছে এখন।’
‘বিশ্বসুন্দরী’ সিনেমায় প্রথমবার দেখা যাবে পরী মণি ও সিয়াম জুটিকে। এ ছাড়া অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
রুম্মান রশীদ খান বলেন, ‘এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।’
জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান এরই মধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে দেখা হয়েছে তিন কোটির বেশিবার। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
CoinWan Latest Banlga Newspaper