ছবিটা দেখুন। চমকে যাবেন, গ্যারান্টি। প্রিয়াঙ্কা চোপড়ার পর হলিউডে সাফল্যের সিঁড়িতে দীপিকা পাড়ুকোনও যে জমিয়ে মাস্তানি করছেন ছবিটা দেখলেই তা আরও একবার বুঝতে পারবেন।
সম্প্রতি ‘ট্রিপল এক্স’-এর এই নতুন ছবিটি শেয়ার করেছেন ভিন ডিজেল। যেখানে ভিনের কানে কানে কিছু বলছেন দীপিকা। কিন্তু কী বলছেন?
Read More News
না! সেটা বলেননি ভিন। বরং মজা করে বলেছেন, সেটা জানতে গেলে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দু’বছর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এর হাত ধরেই হলিউডে পা রাখার সুযোগ পেয়েছিলেন দীপিকা। তখন সময় দিতে পারেননি তিনি। কিন্তু এ বার আর সুযোগ হাতছাড়া করেননি নায়িকা। বরং চুটিয়ে অভিনয় করছেন।
প্রশ্ন একটাই— হলি-স্ক্রিনের মার্কশিটে কি প্রিয়াঙ্কাকে ছাপিয়ে যাবেন দীপিকা? সূত্র: আনন্দবাজার পত্রিকা
CoinWan Latest Banlga Newspaper