ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে অনেক পোশাকই পরতে পারেননি তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার ভিডিও শেয়ার করেছেন সামান্থা আক্কিনেনি। সেখানে জানিয়েছেন, করোনা মহামারির কারণে অনেক পোশাক তাঁকে শিকেয় তুলতে হয়েছে। অবশ্য এমনটা নাকি ২০২০ সালে প্রত্যেক নারীর ক্ষেত্রেই ঘটেছে বলে মত এ নায়িকার। মজার ভিডিওটি এরই মধ্যে নজর কেড়েছে অন্তর্জালবাসীর। বিনোদন অঙ্গনের সেলেবরাও ভালোবাসায় ভরিয়েছেন সামান্থাকে।
Read More News
সামান্থা ভারতের চেন্নাই রাজ্যে বেড়ে ওঠেন এবং ছেলেবেলাতেই মডেলিং পেশার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সামান্থা ২৮ এপ্রিল ১৯৮৭ সালে ভারতের চেন্নাই রাজ্যের তামিলনাড়ুতে জন্ম নেন।
নভেম্বরের শেষের দিকে সামান্থা ও তাঁর স্বামী নাগা চৈতন্য মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সে উপলক্ষ ছিল অবশ্য স্বামীর জন্মদিন। মালদ্বীপ থেকে সামান্থা তাঁদের ছুটি কাটানোর মুহূর্তের দারুণ সব ছবি পোস্ট করেছেন অন্তর্জালে। সেসবে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন অন্তর্জালবাসী।
CoinWan Latest Banlga Newspaper