ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন ও অপসারণ প্রকল্পের কারণে আগামীকাল সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না। আজ রোববার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
Read More News
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামীকাল সোমবার মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পোড় পর্যন্ত এবং বিজয় সরণী ব্রিজের উত্তর পাশে পর্যন্ত) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা নাখালপাড়া এলাকার পুরো পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেল ক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির (শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণি) গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এ জন্য গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
CoinWan Latest Banlga Newspaper