মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমবারের মতো বৈঠক করেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল বাইডেনের প্রথম দ্বিপক্ষীয় কোনো বৈঠক। মঙ্গলবার এই দুই নেতার মধ্যে ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও চীনকে কেন্দ্র করে পারস্পরিক নীতিতে অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা। সেই সঙ্গে চীনে বন্দি থাকা দুই কানাডীয় নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় ওই আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা।
Read More News
প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে কানাডাতেই যাওয়ার ইচ্ছে ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এজন্য অনলাইনেই নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন তারা।
CoinWan Latest Banlga Newspaper