পাইপ লাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (৪ মার্চ) নয় ঘণ্টা রাজধানীর টঙ্গীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টঙ্গীর দত্তপাড়া, বনমালা ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Read More News
এসব এলাকার সব ধরনের গ্রাহক অর্থাৎ আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
CoinWan Latest Banlga Newspaper