মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১ মের মধ্যে যুক্তরাষ্ট্রের সব রাজ্যে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, করোনার টিকা দেওয়া হলে আগামী ৪ জুলাই স্বাধীনতা দিবসে আমেরিকার মানুষ ছোট আকারে মিলিত হতে পারে। শুক্রবার (১২ মার্চ) বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম প্রাইমটাইম ভাষণে এমন মন্তব্য করেন।
এ সময় বাইডেন বলেন, আমরা যদি ৪ জুলাইয়ের মধ্যে টিকা নিতে পারি, তা হলে আপনার নিজের, পরিবারের ও বন্ধুদের স্বাধীনতা দিবস উদযাপনে মিলিত হওয়ার ভালো সুযোগ আছে। শুধু স্বাধীনতা দিবস উদযাপনেই নয় বরং ‘করোনাভাইরাস থেকেও স্বাধীনতা অর্জনের’ জন্য সক্ষম হবে।
Read More News
ক্ষমতায় যাওয়ার ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন আমেরিকানকে টিকা দেওয়ার কথা বলেছিলেন বাইডেন। তবে এবার তার ভাষণে তিনি বলেছেন, সেই টার্গেট ৬০ দিনেই অর্জিত হয়েছে। তিনি যে পরিকল্পনা নিয়েছেন, তাতে টিকাদান কেন্দ্র ও টিকা দেওয়ার জন্য জনবলও বাড়ানো হবে। এ ছাড়া কিছু ভ্রাম্যমাণ টিম গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকা প্রদান করবেন।
তিনি স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া ও মাস্ক পরতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper