নতুন এক ফটোশুটে দেখা গেল নুসরাত জাহানকে৷ গোলাপি শেডের গাউনে নতুন এই ফটোশুটে রীতিমতো আগুন ধরালেন নুসরত৷ এই ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে আপলোড হতেই নেটিজেনদের মধ্যে শোরগোল৷ ছবি দেখে নেটিজেনরা নুসরাতকে লাইকে ভরিয়ে দিয়েছেন৷
Read More News
সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ নুসরাত জাহান৷ যখন, যা করছেন তাই শেয়ার করছেন সোশাল মিডিয়ায়৷ নুসরাতের এই অভ্যাস নিয়ে, বিশেষ করে টিকটক নিয়ে জলঘোলা হয়েছিল পার্লামেন্টেও৷ তবে নুসরাত জাহান কিন্তু এসবে একেবারেও পাত্তা দেননি৷ বরং বার বার তীব্র প্রতিবাদ করেছেন বিতর্ক উঠলেও৷ কয়েকদিন আগে এই ভোটের মরশুমে যশের সঙ্গে ডিনার ডেটের ছবি পোস্ট করায় নেটিজেনদের বিতর্কের মুখে পড়তে হয়েছিল নুসরাতকে৷ তবে এসব নিয়ে কখনই মাথা ঘামননি তিনি৷ বরং সব বিতর্ককে এড়িয়ে নিজের মতো দিব্য আছেন নুসরাত৷
নুসরাত জাহান বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। বর্তমান তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন।
https://www.instagram.com/p/CNXP4sxlPxk/?utm_source=ig_embed
CoinWan Latest Banlga Newspaper