করোনা আক্রান্ত হলেন বলিউডের সমীরা রেড্ডি। শনিবার তিনি আক্রান্ত হওয়ার কথা জানান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘গতকাল আমি করোনা আক্রান্ত হয়েছি। তবে আমরা নিরাপদে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’
ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘সাসি এবং সাসু ভাগ্যক্রমে নিরাপদ রয়েছেন। তাঁরা আলাদা থাকছেন। আমার পরিবারের সকলেই নিরাপদ এবং কোয়ারেন্টাইনে থাকব। তবে ভেঙে পড়িনি কেউই। ইতিবাচক মনোভাব নিয়ে যুদ্ধটা চালাব। আমি জানি আপনারা সকলেই আমার খুশির কোনও না কোনও কারণ বাতলে দেবেন। এই সময়টা শক্ত থাকার। আমরা সকলেই এই যুদ্ধে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছি। নিরাপদে থাকুনি।
Read More News
উল্লেখ্য, সমীরা যে নিজের পরিবারকে অত্যন্ত ভালোবাসেন, তাঁর প্রমাণ দিয়েছেন অতীতে। সন্তান ধারণ করার পর বেরিয়ে এসেছিলেন গ্ল্যাম দুনিয়া থেকে। শ্বশুর শাশুড়িকে নিয়ে ভরা সংসার তাঁর। তাই নিজের চেয়ে বেশি চিন্তা পরিবারকে নিয়ে। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি জানতাম যে খুদেদের ছেড়ে কাজে মন দিতে পারব না। তাই মাতৃত্বকে বেছে নিয়েছিলাম।’ বর্তমানে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত তিনি।
CoinWan Latest Banlga Newspaper