গত বুধবার হোলি খেলার অজুহাতে আরশি খানের গাড়ি ঘিরে ধরল মদ্যপ জনতা। আগামী ছ’মাসের মধ্যেই পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির সন্তানের জন্ম দেবেন বলে শিরোনামে এসেছেন তিনি। এ বার খোলা রাস্তায় অপমানিত হতে হল তাঁকে!
বিষয়টা ঠিক কী?
গত বুধবারের সন্ধে। গুরগাঁওতে ফটোশুট সেরে ফিরছিলেন আরশি। গাড়ি দাশিসরের কাছে পৌঁছতেই মদ্যপ জনতা তাঁর গাড়ি ঘিরে ফেলে। ড্রাইভারের কথাতে ওই ১৫-২০ জন রাস্তা ছাড়তে রাজি না হওয়ায় বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে আসেন আরশি। তখন তাঁর দিকে রঙিন বেলুন ছোড়ে ওই উন্মত্ত জনতা। স্লোগান ওঠে, ‘ইয়ে তো আরশি খান হ্যায়, ইয়ে তো শাহিদ আফ্রিদিকি বিবি হ্যায়।’ নিরাপত্তার কারণেই গাড়ির ভিতরে ঢুকে যেতে বাধ্য হন তিনি।
Read More News
দাশিসর থানার এক সিনিয়র অফিসার জানিয়েছেন, ওই জায়গায় গোলমালের খবর তাঁরা পেয়েছেন। তবে আরশির তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।
CoinWan Latest Banlga Newspaper