সারা আলি খান ও কারিনা কাপুর খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা না গেলেও তাঁদের মধ্যে যে একটা সময় বেশ দূরত্ব ছিল তা কারও জানতে বাকি নেই। যেহেতু অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুর খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাইফ আলি খান, তাই বিয়ের পর থেকেই সাইফের প্রথম পক্ষের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানের সঙ্গে কারিনার সম্পর্কের সমীকরণ নিয়ে বলিপাড়ায় চলে জোর জল্পনা।
Read More News
সেই সঙ্গে সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এবং কারিনার সম্পর্কের সমীকরণ নিয়েও কম আলোচনা হয়নি। যদিও তাঁরা দুজনেই একে অপরের প্রতি সর্বদাই যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। দু’জনকেই দু’জনের প্রতি সৌজন্যমূলক বাক্য বিনিময় করতেই স্বচ্ছন্দ বোধ করেন। বেবোও এখন সারা এবং ইব্রাহিমের সঙ্গে দুর্দান্ত সম্পর্কের সমীকরণ তৈরি করে ফেলেছেন। সেই সঙ্গে কারিনা-সাইফের দুই সন্তানকেও বেশ পছন্দ করেন সারা ও ইব্রাহিম।
CoinWan Latest Banlga Newspaper