শ্রীলেখা মিত্র শরীর নিয়ে কোনওদিনই কুণ্ঠা বোধ করেননি। বরাবর নিজেকে ভালবাসার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের নতুন বোল্ড ফটোশুটেও যেন সেই বার্তা দিলেন অভিনেত্রী। সাদা-কালোর আবহে রাণা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পরনে শুধুমাত্র একটি শার্ট। তাতেই মোহময়ী হয়ে উঠেছে অভিনেত্রী। রূপের ছটা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়। অভিনেত্রীর কখনও ঠোঁটের মাঝে রয়েছে সিগারেট, কখনও আবার চেয়ারে বসে হাসিমুখে পোজ দিয়েছেন।
Read More News
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, নো মেকআপ, নো লাইট, নো এডিটিং- কোনও কিছু ছাড়াই রাণা বসু ছবিগুলি ফ্রেমবন্দি করেছেন। আর কী ভালই না হয়েছে ছবিগুলি, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। এদিকে কাজের জগতে অভিনয় ও পরিচালনা দুই-ই দায়িত্বই দক্ষ হাতে সামলাচ্ছেন শ্রীলেখা।
আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে। তা শেষ হলেই ফের পরিচালনার কাজে হাত দেবেন। পরিচালক শ্রীলেখার দ্বিতীয় ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে কাজের ব্যস্ততার মাঝেই চিত্রনাট্য লেখার কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তথা পরিচালক।
CoinWan Latest Banlga Newspaper