দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা কাপ জিতল আর্জেন্টিনা। তাই পুরস্কার পাওয়ার ক্ষেত্রেও তাদের জয়জয়কার। সদ্য সমাপ্ত আসর থেকে যে পুরস্কার জিতেছে আর্জেন্টিনা, তা এক নজরে দেখে নেওয়া যাক।
শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছে ৬.৫ মিলিয়ন মর্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৬১০ টাকা।
রানার্সআপ ব্রাজিল পেয়েছে ৩.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৭৯০ টাকা।
Read More News
সোনার বুট (সর্বোচ্চ গোলদাতা) পেলেন লিওনেল মেসি ( ৪ গোল করেছেন, ৫ গোল করিয়েছেন)
সেরা গোলকিপার হলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়িনা মার্তিনেজ (৪টি ক্লিনশিট)
সোনার বলও পেলেন মেসি (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়)
ফাইনালের সেরা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া
ব্রাজিলেরই মাটিতে নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপাটি ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা।
CoinWan Latest Banlga Newspaper